আন্তর্জাতিক ডেস্ক : নিজেকে অন্যদের থেকে আলাদা লাগবে, এমন মনের আশা সম্ভবত অনেকেরই থাকে। কিন্তু তাই বলে নেকড়ের মতো দেখতে হবে, এমন শখ কারও হতে পারে? জাপানের এক যুবকের শখ, তাকে দেখতে যেন নেকড়ের মতো লাগে। শুধু তাই নয়, তিনি যেন চারপায়ে হাঁটতেও পারেন। এমন অদ্ভুত ইচ্ছে পূরণ করতে ইতোমধ্যে তিনি জাপানি মুদ্রায় প্রায় ৩০ লাখ ইয়েন ব্যয় করে ফেলেছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২২ লাখ টাকার বেশি।
নিজের এমন অদ্ভুত শখ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ওই যুবক বলেন, ছোটবেলা থেকে বন্য প্রাণীদের প্রতি ভালোবাসা এবং টিভির পর্দায় রিয়েলিস্টিক অ্যানিমেল স্যুট দেখতে দেখতেই আমার ইচ্ছা হয়েছিল যে, একদিন আমিও এদের মতো হবো।
তবে কোনও চিকিৎসা পদ্ধতির সাহায্যে নয়, নেকড়ের মতো পোশাক বানিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন তিনি সকলকে। তিনি বলেন, বন্য প্রাণীদের প্রতি আমার অমোঘ টান থেকেই এই পোশাকের পরিকল্পনা করেছিলাম।
বিশেষ এই পরিকল্পনা করতে গিয়ে তাকে বহু বার দর্জির কাছে যেতে হয়েছে। এই পোশাক তৈরি করতে অন্তত পক্ষে ৫০ দিন সময় লেগেছে। কারণ, ওই বিশেষ পোশাক পরে যেন কোনও দিক থেকেই তাকে দেখতে মানুষের মতো না লাগে।
ওই যুবক আরও বলেন, চূড়ান্ত ফিটিং-এর সময় কস্টিউমটি পরার পর আমি আয়নায় নিজেকে দেখে চমৎকৃত হয়েছি! এটা ছিল আমার স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত। সত্যিকারের নেকড়ের মতো দেখতে হবে’বলে যে অর্ডার দিয়েছিলাম আমি সেভাবে কস্টিউম বানানোটা কঠিন ছিল, কিন্তু তারা একদম আমার কল্পনাকে বাস্তবে রূপ দিয়ে দেখিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।