স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের দাপটে বিশ্ব জুড়ে এখন খেলাধূলার ইভেন্ট বন্ধ। টেনিসও তার ব্যতিক্রম নয়। টেনিস তারকারা তাই বাড়িতে থেকেই নিজেদের ফিট রাখার নিত্য নতুন উপায় উদ্ভাবনে ব্যস্ত।
বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদালকেও তা করতে দেখা গেল। মায়োরকায় নিজের বাড়ির পিছনের উঠানে বোন মারিয়া বেলের সঙ্গে খেলার সময় নেট হিসেবে দুটো চেয়ারকে ব্যবহার করেছেন নাদাল। আর সেই ম্যাচটি ভিডিও করে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্টও নিজেই করেন স্প্যানিশ এই টেনিস তারকা।
প্রসঙ্গত, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অর্থ সংগ্রহের এক ক্যাম্পেইনেও রয়েছেন নাদাল। এই ক্যাম্পেনের নাম ‘নুয়েস্ত্রামেজরভিক্টোরিয়া’। যা গত সপ্তাহে শুরু করেছেন এনবিএ তারকার পাউ গাসোল।
করোনার বিরুদ্ধে স্বাস্থ্য পরিষেবার কাজে উদ্যোগী এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অর্থ সাহায্য করেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ সহ রয়েছেন আরও তারকা টেনিস খেলোয়াড়রা। তার জন্য নাদাল ধন্যবাদও জানিয়েছেন জকোভিচকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।