ধর্ম ডেস্ক : বাংলাদেশে এই প্রথম শুরু হতে যাচ্ছে বছরব্যাপী জাতীয় হিফজুল কোরান প্রতিযোগিতা ২০১৯।
Advertisement
আল-কোরআন ইন্সটিটিউটের ব্যবস্থাপনায় দেশব্যাপী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতাটি আগামী ১৯ নভেম্বর থেকে আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হবে।
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ‘নিজেকে সেরা হাফেজ প্রমাণ করতে তৈরি থাকো তুমিও’ স্লোগানে দেশের প্রতিটি এলাকায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে বাছাই প্রক্রিয়া। বাছাইকৃত হাফেজদের নিয়েই হবে জাতীয় এ আয়োজন।
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতাটি প্রতি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত ‘মাই টিভি’তে প্রচারিত হবে।
ধারাবাহিক ১০ পাড়া মুখস্তকারী সর্বোচ্চ ১৫ বছর বয়সী হাফেজে কোরআন ছাত্ররাই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন- আল-কোরআন ইন্সটিটিউট- ০১৭৭৮৭ ৪৬৯২৫।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।