আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের দুই টন ওজনের দু’টি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচটি ইসরাইলি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে গাজার হামাস সরকারের সামরিক শাখা ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেড। এ ঘটনা বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।
শনিবার গাজার ‘জাবালিয়া আল বালাদ’ এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনের।
আল-কাসসাম ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলি বাহিনী গাজার আবাসিক ভবনগুলো লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি। হামাস যোদ্ধারা ওই দুই ক্ষেপণাস্ত্র ইসরাইলি ট্যাংক ও গাড়ি বহরের চলার পথে রেখে দেয় এবং ট্যাংক বহর ঐ দুই ক্ষেপণাস্ত্রের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়।
বিবৃতিতে আরও বলেছে, ইসরাইলের পাঁচটি ট্যাংক ধ্বংসের পাশাপাশি ট্যাংকের সব আরোহী সেনা হতাহত হয়েছে।
এছাড়া গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-কাসাসিব এলাকায় এক ফিলিস্তিনি সংগ্রামী ইসরাইলি সেনাদের সামনে গিয়ে সরাসরি গুলি চালিয়ে চার দখলদার সেনাকে হত্যা করেছে।
অন্যদিকে গাজার মধ্যাঞ্চলের ‘হুজ্র আদ্দিক’ এলাকায় একটি টানেলের প্রবেশপথে বিস্ফোরণ ঘটিয়ে বহু ইসরাইলি সেনাকে হত্যা করা হয়েছে।
হামাস বলছে, ইসরাইলি সেনারা যখন টানেলে প্রবেশ করছিল তখনি সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। টানেলে বিস্ফোরণের শিকার ইসরাইলি সেনাদের বাঁচাতে আরও কিছু দখলদার সেনা সেখানে হাজির হয়। এ সময় তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়। এতে সেখানে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।
তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইলের সেনাবাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।