
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের।
তবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) চলমান সঙ্কটের কথা চিন্তা করে ইংলিশ ক্রিকেটারদের বিমান ভাড়া নিজেরা দিতে চায় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটার এবং কোচিং স্টাফদের বিমান ভাড়া বাবদ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের খরচ হতে পারে ৩ লাখ ৮০ হাজার পাউন্ড। ইসিবি’র আশাবাদী, তারা এই সিরিজের টিভি স্বত্ব থেকে ৩.৫ মিলিয়ন পাউন্ড আয় করতে পারবে।
এই সিরিজের জন্য ১৭ নভেম্বর থেকে ক্যাপটাউনে কোয়ারেন্টাইনে থাকতে হবে ইয়ন মরগানের দলকে। এই সময় তারা চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে। ম্যাচগুলো হবে নিউল্যান্ডস এবং নাইরোবি পার্লে।
এই সময় দক্ষিণ আফ্রিকা সফল অলাভজনক হলেও ইসিবি সিরিজটি খেলতে চায়। অবশ্য এই সিরিজের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে দক্ষিণ আফ্রিকাকেও। কারণ ইংল্যান্ডের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি।
প্রসঙ্গত, ক্রিকেটে অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে গত মাসে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সকল কার্যক্রম স্থগিত করে দেশটির সরকার। কার্যত সিএসএর সকল দায়িত্ব নিয়ে নেয় তারা। এরই পরিপ্রেক্ষিতে বোর্ডের সদস্যরা আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



