স্পোর্টস ডেস্ক : ভারত-বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১০৬ রান। স্বভাবতই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর আগে ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নয়া প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও টাইগার ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
এদিকে ক্রিকেট যে ভদ্র লোকের খেলা সেটি আরো একবার দেখিয়ে দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে নিজেদের ফিজিওকে ডেকে বাংলাদেশী ব্যাটসম্যান নাইম হাসানের চিকিৎসা করিয়ে মহানুভবতার অনন্য কীর্তি স্থাপন করলেন ভারতীয় কাপ্তান।
এদিকে গোলাপি বলে ইডেনে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেসারদের কাছে শুরু থেকেই নাকানিচুবানি খেতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ব্যাটিংয়ে নেমে লিটন কিছুটা দেন আশা। কিন্তু পেসার মোহাম্মদ শামির বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি।
এদিকে লিটন মাথায় আঘাত পাওয়ার পরেই সাথেই মাঠে আসেন বাংলাদেশের ফিজিও। সেসময় মধ্যহ্নবিরতি দেওয়ায় মাঠের বাইরে লিটনের প্রাথমিক চিকিৎসা করতেছিলেন ফিজিও।
কিন্তু মধ্যহ্নবিরতি থেকে খেলতে নেমেই ইনিংসের ২৩তম ওভারে মোহাম্মদ শামির বলে এবার মাথায় আঘাত পান নাইম হাসান। সে সময় বাংলাদেশের ফিজিও লিটনের চিকিৎসায় ব্যস্ত থাকায় আসতে পারেননি মাঠে।
এ সময় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ডেকে পাঠান নিজ দলের ফিজিওকে। সাথেই ভারতীয় ফিজিও নিতিন প্যাটেল মাঠে এসে নাইমের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বিরাট কোহলির এমন মহানুভবত আচরন মুগ্ধ করেছে ক্রিকেটভক্তদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।