স্পোর্টস ডেস্ক : ক্রিকেটারদের জীবনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। এরই মধ্যে সেই তালিকায় যোগ হয়েছে শচীন টেন্ডুলকার, এম এস ধোনির নাম। আলোচনা চলছে সৌরভ গাঙ্গুলি বায়োপিক নির্মাণ নিয়েও।

বাংলাদেশে ক্রিকেটাদের জীবনী নিয়ে এখনো নির্মাণ হয়নি কোন সিনেমা। তবে একবার গুঞ্জন শোনা গিয়েছিলো, বাংলাদেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বায়োপিক নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে সেই গুঞ্জন আর ডাল পালা মেলেনি বেশ কিছু কারণে।
এদিকে শুক্রবার (২০ মার্চ) ৩১তম জন্মদিন গেল ক্রিকেটার তামিম ইকবালের। এদিন তিনি জানিয়েছেন, নিজের বায়োপিক নির্মাণ হলে বলিউডের সালমান খানকে নিজের চরিত্রে দেখতে চান তিনি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে জন্মদিনের এক সাক্ষাৎকারে তামিম এমনটি জানিয়েছেন।
চট্টগ্রামে জন্ম নেওয়া তামিম ইকবালের ২০০৭ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


