আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বজুড়েই আতঙ্ক তৈরি করেছে করোনাভাইরাস। নতুন এই ভাইরাসের সুনির্দিষ্ট কোনও চিকিৎসা নেই বলে আতঙ্ক বিরাজ করছে বিশ্বজুড়েই। তাছাড়া এই ভাইরাসের ওষুধ তৈরি করতে গিয়ে যেখানে হিমসিম খাচ্ছেন বিজ্ঞানীরা, সেখানে নিজেই ‘করোনার ওষুধ’ তৈরি করেন এক ফার্মাসিস্ট। ওই ওষুধ সেবন করে গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছে তার।
মৃত ফার্মাসিস্টের নাম কে. শ্রীবানেশন (৪৭)। ভারতের চেন্নাইয়ে ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, চেন্নাই শহরের টি-নগরের আয়ুর্বেদিক কোম্পানি সুজাতা বায়োটেকের ফার্মাসিস্ট কাম ম্যানেজার হিসেবে কাজ করতেন শ্রীবানেশন। ৩০ বছরের পুরনো এই কোম্পানিতে বহুদিন ধরেই কাজ করছেন তিনি। এর আগেও তিনি একাধিক ওষুধ তৈরি করেছেন।
গত বৃহস্পতিবার শ্রীবানেশন নিজেরই তৈরি একটি পাউডার কারখানায় নিয়ে আসেন। তিনি কোম্পানির মালিককে জানান, সেটি নাকি করোনার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। পরে ওই পাউডারের সামান্য অংশ পরীক্ষা করা হয় কোম্পানির ৬৭ বছর বয়সী মালিকের ওপর। পাউডার খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অজ্ঞান হয়ে যান। তারপর পাউডারটি পানিসহ অন্য একটি তরলে গুলে নিজেও খেয়ে ফেলেন শ্রীবানেশন। এ ঘটনায় কোম্পানির মালিক প্রাণে বেঁচে গেলেও মারা যান শ্রীবানেশন।
পুলিশের দাবি, শ্রীবনেশনের ধারণা ছিল ওই পাউডার করোনার সঙ্গে লড়াই করতে সক্ষম। এতে রক্তে প্লেটলেটের সংখ্যা বৃদ্ধি পায়।
তবে ওই কোম্পানির মিডিয়া ম্যানেজার এন এস ভাসান সংবাদমাধ্যমকে বলেন,আমাদের সব ওষুধই আয়ুর্বেদিক। কিন্তু শ্রীবানেশন যে ওষুধ তৈরি করেছিল তা একটি রাসায়নিক। সে বাজার থেকে কিছু রাসায়নিক কিনে তা তৈরী করেছিল তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।