আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির প্রকোপে বিধ্বস্ত বিশ্ব। এই ভাইরাস-প্রতিরোধী ওষুধ তৈরিতে নিরলস প্রচেষ্টা চালচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানী ও গবেষক। এই পরিস্থিতিতে নিজের তৈরি করোনার ওষুধ নিজের উপর পরীক্ষা করতে গিয়ে মারা গেলেন একজন ফার্মাসিস্ট। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের চেন্নাইয়ে। তিনি একটি ভেষজ পণ্য প্রস্তুতকারক সংস্থায় কর্মরত ছিলেন।
ওই ব্যক্তির নাম সিভানেসন (৪৭)। সিভানেসন সুজাতা বায়োটেক নামে একটি সংস্থার জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। এই সংস্থার কিছু পণ্য স্থানীয় বাজারে বেশ জনপ্রিয়। গত বৃহস্পতিবার (০৭ মে) সংস্থার মালিকের বাড়িতে নিজের তৈরি করোনার ওষুধ খেয়ে প্রথমে অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার চূড়ান্ত অবনতি হওয়ায় সেখান থেকে রেফার করা হয় অন্য একটি হাসপাতালে। হসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ফার্মাসিস্টের।
পুলিশ জানিয়েছে, সুজাতা বায়োটেকের মালিক ডাক্তার রাজ কুমারের বাসভবনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ফার্মাসিস্ট সিভানেসনের সঙ্গে ওষুধ তৈরির কাজে ওই ডাক্তারও জড়িত কি না, পুলিশ তা তদন্ত করছে।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।