নিজের নাম বদলে ফেললেন ইলন মাস্ক!
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টুইটারে নিজের নাম বদলে ‘মি. টুইট’ রেখে নিজের অনুসারীদের হতবুদ্ধি করে দিয়েছেন টুইটারের সিইও ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। গত বছরের অক্টোবরে টুইটারের মালিকানা নিজের হাতে নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন টেসলার সিইও। তবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে আগে থেকেই বেশ সক্রিয় মাস্ক। তার সর্বশেষ সংযোজন হিসেবে নিজের নামটাই পাল্টে ফেলেছেন এই বিলিয়নিয়ার।
তবে টুইটারে নাম পাল্টে আপাতত বিপদেই পড়েছেন ইলন মাস্ক। কারণ নাম পরিবর্তনের পর মাস্ক নিজেই পোস্ট দিয়ে মজার ছলে জানিয়েছেন যে এখন আর তিনি আগের নামে ফিরে যেতে পারছেন না!
তবে এবারই প্রথম টুইটারে নিজের নাম পরিবর্তন করেননি মাস্ক। আগেও নিজের অ্যাকাউন্টে এই একই কাজ করেছিলেন তিনি। এদিকে মাস্কের এহেন কান্ডে বেশ মজা পেয়েছেন টুইটার ব্যবহারকারীরা। জনৈক টুইটার ব্যবহারকারী মজা করে লিখেছেন, “মি. টুইট চাইলে বোধহয় এখানে একটা কমেডি চ্যানেলও খুলতে পারেন? কারণ কমেডিয়ানরা আজকাল আর বিনোদন দিতে পারছেন না তেমন। কিন্তু মাস্ক যা করেছেন সেটা বেশ মজার ব্যাপার!”
আরেকজন লিখেছেন, “আমি তাহলে এবার আমার নাম বদলে ইলন মাস্ক রাখতে পারি কি?”
মাস্কের সেই পোস্টের কমেন্ট সেকশন মারফত জানা গেছে, একবার আদালতে তুমুল বাকবিতণ্ডের পর একজন আইনজীবী ইলন মাস্ককে এই নাম দিয়েছিলেন। সান-ফ্রান্সিসকোর এক টেক সাংবাদিক প্যাট্রিক ম্যাকগি জানিয়েছেন, সোমবার আদালতে ওই আইনজীবী ভুলবশত মাস্ককে ‘মি. টুইট’ বলে সম্বোধন করেন। অ্যাটর্নি নিকোলাস পরিট এটিকে ‘ফ্রয়েডিয়ান স্লিপ’ বলে অভিহিত করলেও, মাস্ক ঠাট্টা করে বলেছিলেন ‘এটাই হয়তো সঠিক (তার জন্য) বর্ণনা!’
গত বছর আমেরিকান র্যাপার দোজা ক্যাটও তার টুইটার একাউন্টের নাম পরিবর্তন করে ‘ক্রিসমাস’ রাখার পর সেটি পুনরায় পরিবর্তন করতে পারছিলেন না। এরপরে এই শিল্পী সরাসরি ইলন মাস্কের সহায়তা নিয়ে তার সমস্যা সমাধান করেন।
সূত্র: এনডিটিভি
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রোজা রাখবেন না প্রথম আরব মহাকাশচারী আল-নেয়াদি
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.