
জুমবাংলা ডেস্ক: বিষধর গোখরা সাপের কামড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুলাই) বিকালে নড়াইল সদর হাসপাতালে তিনি মারা যান। বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে।
সাপুড়ে আনোয়ার হোসেনের সঙ্গে আসা পল্লব মিয়া জানান, শনিবার সকালে নিজের পোষা গোখরা সাপকে তিনি মাছ খাওয়াতে যান। এ সময় অসাবধানতাবসত সাপটি তার হাতে কামড় দেয়। পরে নিজে গাছগাছড়া এবং গ্রাম্য কবিরাজ দিয়ে চিকিৎসার চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে তাকে শনিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। কিন্তু রোগীর চিকিৎসায় এন্টি স্নেক ভেনম ওষুধ না থাকায় তার মৃত্যু ঘটে।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আ ফ ম মশিউর রহমান বাবু বলেন, সদর হাসপাতালে এন্টি স্নেক ভেনম ওষুধ নেই। এটির জন্য গত সপ্তাহে সরকারিভাবে ঢাকায় একটি চাহিদাপত্র দেওয়া হয়েছে। এখনও এসে পৌঁছায়নি। এ কারণে সাপে কাটা রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। আক্রান্ত রোগীকে অন্যত্র রেফার করা হয়েছিল বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।