বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইয়ের জুহুতে শুক্রবার ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছেন ‘জস্সি জ্যায়সি কোয়ি নেহি’ খ্যাত অভিনেত্রী মোনা সিং।
বিয়ের কথা প্রথমে গোপন রাখলেও অবশেষে নববধূর বেশে নিজের ছবি শেয়ার করেছেন মোনা। প্রকাশ্যে এনেছেন নিজের বিয়ের খবরও।
সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোনা সিংয়ের শেয়ার করা ছবিতে তাকে তার ব্যাংকার স্বামী শ্যামের গলায় মালা দিতে দেখা যাচ্ছে। এই বিয়েতে মোনা যে বেশ খুশি তা তার চোখে মুখে স্পষ্ট। লাল লেহেঙ্গা ও হাতে লাল চূড়ায় ভীষণ সুন্দর দেখাচ্ছিল মোনাকে। ছবি শেয়ার করে ক্যাপশানে মোনা লিখেছেন, ‘ভালোবাসা, হাসি, সব মিলিয়ে অবশেষে মধুর সমাপ্তি। ’
বিয়ের পর নতুন বরের পরিবারের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় মোনাকে। মুম্বাইয়ের জুহুর মিলিটারি ক্লাবে বসেছিল অভিনেত্রীর বিয়ের আসর। নিজের বিয়েতে নাচতেও দেখা গেছে জস্সি জ্যায়সির মোনা সিংকে।
মোনার বিয়ের নানা মুহূর্তের ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।
মোনা-শ্যামের বিয়েতে দুই পরিবারের পাশাপাশি খুব কম লোকই আমন্ত্রিত ছিলেন, তবে তাদের মধ্যে ছিলেন মোনার কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব।
দেখা যায় ‘জস্সি জ্যায়সি কোয়ি নেহি’র অভিনেতা গৌরব গেরা, অভিনেত্রী রক্সান্দা খানসহ বেশকিছু অভিনেতা-অভিনেত্রীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।