স্পোর্টস ডেস্ক : লেবার রুমের একটি দৃশ্য। সদ্যোজাত শিশুকে পরিচর্যা করছেন ডাক্তার। অনেকটা উদ্ভ্রান্তের মতো সেদিকে তাকিয়ে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার পেছনে চাদরে ঢাকা সন্তানের মা উম্মে আহমেদ শিশির। এই ছবিটি শিশিরই তুলেছেন, আজ মা দিবসে পোস্ট করার জন্য। এই বিশেষ দিনটিতে তিনি সবাইকে বোঝাতে চেয়েছেন সন্তান জন্মদানে মায়ের কি কষ্ট!
নিজের ফেসবুক পেইজে এই ছবিটি পোস্ট করে সাকিবপত্নী লিখেছেন, ‘আমি ছবিটি তুলেছিলাম আমার দ্বিতীয় সন্তান জন্মের পরমুহূর্তে। সন্তান জন্মদানের যে কী যন্ত্রণা সেটা এখনও আমি ভুলতে পারি নি এবং আমার শিরদাঁড়ায় যেন এপিড্যুরাল অনুভব করছি। কারণ আমি নরমাল ডেলিভারি বেছে নিয়েছিলাম। আমি এই ছবিটি পোস্ট করেছি কারণ, আজ মা দিবস।’ শিশির আরও লিখেছেন, ‘একমাত্র মা জানে তার সন্তানকে পৃথিবীতে আনার জন্য লেবার রুমে কী ভয়ংকর যন্ত্রণা সহ্য করতে হয়! তাই আমি, আমার মা, আমার শ্বাশুড়ি, সদ্য মা হওয়া নারী এবং সন্তানসম্ভবা সকল নারীর প্রতি আমার শ্রদ্ধা। শুভ মা দিবস। মায়ের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।