শুধু তাই নয়, ব্যক্তিগত মুহূর্তে ট্রাম্প একাধিকবার তার সঙ্গে ইভাঙ্কা ট্রাম্পের তুলনা করতে শুরু করেন। স্টর্মি ইভাঙ্কার মতোই সুন্দরী এবং সাবলীল বলে নাকি ওই সময় একাধিকবার মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প এবং তার মেয়ে ইভাঙ্কার পছন্দের বিষয় কী? এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প দাবি করেন, তার এবং ইভাঙ্কার দুজনেরই পছন্দের বিষয় হল যৌনতা। কিন্তু ওই মন্তব্যের পরপরই নিজেকে সামলে নিয়ে ট্রাম্প বলেন, গল্ফ তার প্রিয় বিষয়। প্লেবয় ম্যাগাজিনের জন্য ফটোশুট করলেও, ইভাঙ্কা কখনও নগ্ন শ্যুট করতে পারবেন না বলে একটি সাক্ষাতকারে মন্তব্য করেন ট্রাম্প।
শুধু তাই নয়, ইভাঙ্কা যদি তার মেয়ে না হতেন, তাহলে তার সঙ্গে প্রেম করতেন বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। ইভাঙ্কার শারীরিক গঠন এবং সৌন্দর্য তাকে মুগ্ধ করে বলেও মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।