বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় সঠিক অবস্থান জানাতে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষ করে কোনো জায়গার নির্দিষ্ট কোনো পরিচিতি না থাকলে এ সমস্যা বেশি হয়। গুগল ম্যাপসের ‘লোকেশন শেয়ারিং’ সুবিধা ব্যবহার করে নিজের রিয়েল টাইম অবস্থানের তথ্য সহজেই পরিচিতদের জানানো যায়।
এর ফলে অভিভাবকেরাও সন্তানের অবস্থানের তথ্য দূর থেকে সরাসরি জানতে পারেন। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য দিকনির্দেশনাও দিতে পারেন তারা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল ম্যাপসের মাধ্যমে নিজের অবস্থানের তথ্য জানানোর পদ্ধতি দেখে নেওয়া যাক।
নিজের অবস্থানের তথ্য অন্যদের জানানোর জন্য প্রথমে গুগল ম্যাপস অ্যাপের ওপরের ডান কোণে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর ‘লোকেশন শেয়ারিং’ অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠায় থাকা ‘শেয়ার লোকেশন’ বাটনে ক্লিক করতে হবে। এবার অবস্থানের তথ্য কতক্ষণ শেয়ার করতে চান, তা নির্ধারণ করতে হবে। এরপর নিচে একটি ই–মেইল তালিকা বা শেয়ারিং অপশন দেখা যাবে।
এখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে লোকেশন শেয়ারের মাধ্যম নির্বাচন করলেই সেই ব্যক্তি গুগল ম্যাপসে আপনার রিয়েল টাইমে অবস্থানের তথ্য দেখতে পারবেন। লোকেশন শেয়ার করার পর চাইলে তা যেকোনো সময় বন্ধ করা যায়। এ জন্য লোকেশন শেয়ারিং অপশনে গিয়ে স্টপ বাটন নির্বাচন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।