স্পোর্টস ডেস্ক : তার নাম জেসি কম্ব (৩৯)। রেসিং কার চালক। জেট ইঞ্জিনের শক্তিতে চালিত গাড়ি ৭৭৭ কিলোমিটার বেগে চালিয়ে তিনি বিশ্বের ‘দ্রুততম মানবী’র খেতাব অর্জন করেছেন। গত মঙ্গলবার নিজের গড়া রেকর্ড ভাঙতে গিয়েই মৃ’ত্যুবরণ করতে হয়েছে তাকে!
২০১৩ সালে জেসি কম্ব প্রথম রেকর্ডটি গড়েছিলেন। সে সময় তিনি ৬৪০ দশমিক ৫ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে প্রথম গতিশীল নারী হিসেবে নিজেকে বিশ্ব দরবারে পরিচিত করেন।
গত মঙ্গলবার ২৭ আগস্ট তিনি নিজের গড়া পূর্বের রেকর্ড ভাঙতে একটি জেট কার নিয়ে যাত্রা শুরু করে দুর্ঘটনায় পতিত হন। তাতে তার মৃ’ত্যু হয়। দুর্ঘটনার পর তার মৃ’ত্যুর খবরটি দক্ষিণ পূর্ব ওরেগনের হার্নি কাউন্টির শেরিফ অফিস থেকে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয়।
জেসি কম্ব ১৯৮৩ সালের ২৭ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার র্যাপিড সিটিতে জন্মগ্রহণ করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।