নিজ খরচে নড়াইলে ৬শ’ ডেঙ্গু শনাক্তকরণ কিট পাঠালেন মাশরাফি

জুুমবাংলা ডেস্ক : নড়াইল-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ব্যক্তিগত অর্থায়নে ডেঙ্গু রোগ শনাক্তকরণের ছয়শ এনএস১ কিট তার নিজ জেলা নড়াইলে পাঠিয়েছেন।

শুক্রবার নড়াইল সদর হাসপাতালের আরএমও আ ফ ম মশিউর রহমানের কাছে এসব কিট হস্তান্তর করা হয় বলে ইউএনবি’র একটি খবরে বলা হয়।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, “এমপি সাহেবের পাঠানো ডেঙ্গু সনাক্তকরণ কিট আমরা হাতে পেয়েছি। ছয়শ কিটের মধ্যে দুইশ হস্তান্তর করা হয়েছে। নড়াইল সদর হাসপাতালে একশ এবং লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একশ কিট হস্তান্তর করা হয়েছে। বাকি চারশ জরুরি প্রয়োজনে ব্যবহার করা হবে।”

“ডেঙ্গু সংক্রান্ত যেকোন প্রয়োজনে এমপি মাশরাফি সর্বদা পাশে থাকার নিশ্চয়তা দিয়েছেন”, যোগ করেন তিনি।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আ ফ ম মশিউর রহমানের কাছে এসব কিট হস্তান্তরের সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন আসাদ-উজ-জামান মুন্সী, পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর শরফুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।