স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই ভূমিকা পালন করে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। নিজ জেলা বাগেরহাটে অসহায়-দুস্থ মানুষদের সাহায্য করে যাচ্ছেন নিজের সাধ্যমতো।
আগামী সপ্তাহের রবি অথবা সোমবারে ঈদুল ফিতর। আর তাই বাগেরহাটে করোনা অসহায় হয়ে পড়া ৩০০ মানুষকে ঈদ উপহার হিসেবে নতুন জামাকাপড় দিয়েছেন রুবেল। প্রতিটি প্যাকেটের গায়ে লেখা ছিল, রুবেল হোসেনের পক্ষ থেকে ঈদ উপহার। ফেসবুক পেজে নিজেই এর ছবি পোস্ট করেছেন তিনি।
রুবেল লিখেছেন, করোনায় সবার মাঝে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করছে। মানসিক অবস্থা ভালো নেই কারও। এর মাঝে আমাদের প্রিয় উৎসব ঈদ সামনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি, এবার তেমনটা হচ্ছে না। বিশেষ করে গরীব দুস্থ মানুষের জন্য ব্যাপারটা আরও কঠিন।
তিনি বলেন, করোনার কালো অধ্যায়ে সিদ্ধান্ত নিলাম, আমি আমার বাগেরহাটে ৩০০টা দুস্থ মানুষদের ঈদের দিনটা রঙিন করতে ঈদ উপহার দিবো। আমার বিশ্বাস অনেক বিত্তশালীরা সমাজের দুস্থ মানুষদের জন্য ঈদের দিনটা রাঙাতে চাইবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।