
নিজ জেলা বা আত্মীয়-শ্বশুরবাড়ি এলাকায় কোনো কর্মকর্তা পোস্টিং পাবেন না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় কেউ যাবেন না। বিশেষ করে, আত্মীয় বা শ্বশুরবাড়ি থাকলে সেখানে পোস্টিং হবে না। এছাড়া যাদের নিকট আত্মীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরও এড়িয়ে চলা হবে।”
বুধবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বৈঠক শেষে প্রেস সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, “মাঠ প্রশাসনে—বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনও বা বিচারিক দায়িত্বে এমন কাউকে পদায়ন করা হবে না, যিনি গত তিনটি নির্বাচনি কাজে যুক্ত ছিলেন। কারও ন্যূনতম সম্পৃক্ততাও থাকলে তাকে এবার দায়িত্বে রাখা হবে না।”
আগামী ১ নভেম্বর থেকে মাঠ প্রশাসন পুনর্গঠনের কাজ শুরু হবে জানিয়ে প্রেস সচিব বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে পদায়নে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।”
বিএনপি নেতা নাজিম উদ্দিনকে দেখতে হাসপাতালে ডা. রফিক বিএনপি নেতা নাজিম উদ্দিনকে দেখতে হাসপাতালে ডা. রফিক
তিনি আরও বলেন, সেখানে (মাঠ প্রশাসনে) তারা রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বা অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার হিসেবে থাকুন না কেন, গত তিন নির্বাচনে তাদের যদি ন্যূনতম ভূমিকা থাকে, তাহলে যেন পদায়ন না হয়, এ বিষয়ে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



