নিজ নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

তাছাড়া রাশিয়ায় ভ্রমণ করার ক্ষেত্রে সকলকে নিরুৎসাহিত করেছে তারা। কারণ রাশিয়াকে থেকে বের হওয়ার পথ ক্রমেই কমে আসছে বলে হুশিয়ারি দিয়েছে মার্কিন দূতাবাস।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত একটি সতর্কতা বার্তায় বলা হয়েছে, দ্বৈত নাগরিকদেরও ইউক্রেনে যুদ্ধ করতে সৈনিকেদের তালিকায় লিপিবদ্ধ করা হতে পারে।

তারা আরও বলেছে, রাশিয়া যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাতে পারে, তাদের যুক্তরাষ্ট্রের দূতাবাসে যাওয়া ও রাশিয়া ছাড়তে বাঁধা দেওয়া হতে পারে এবং তাদের সেনাবাহিনীতে যুক্ত করা হতে পারে।

তাছাড়া রাশিয়ায় হওয়া কোনো ধরনের আন্দোলন বা বিক্ষোভেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের অংশ গ্রহণ করতেও নিষেধ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

সূত্র: সিএনএন