জুমবাংলা ডেস্ক : নিজ বাড়িতে সমাহিত হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদ। এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন তিনি। ১০ দিন চিকিৎসা শেষে বুধবার (১৪ আগষ্ট) মারা যান জবির এই শিক্ষার্থী।
বুধবার প্রথমে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রথম জানাযা ও কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের উপস্থিতিতে দ্বিতীয় জানাযা শেষে গ্রামের বাড়ি টাঙ্গাইলে নেয়া হয় সাজিদের মরদেহ। সেখানে তৃতীয় জানাযা শেষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১০ টার পর নিজ বাড়িতে সমাহিত করা হয় সাজিদকে।
টাঙ্গাইলে জানাযা পড়ান সাজিদের বাবা নিজেই। সমাহিত করার পর তার কবর জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেন সবাই। এ সময় উপস্থিত ছিলেন অন্তবর্তী সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকেরসহ অন্যান্যরা জানাযায় উপস্থিত ছিলেন।
এদিকে একমাত্র ছেলের মৃত্যুতে শোকে বিভোর সাজিদের মা, তার কান্না থামছেই না। বারবার আহাজারি করে বলছেন, ‘আমার ছেলেকে ঘরে আনতে পারলাম না গো, ওইখানে সবাই রেখে আসছে। আমার বাবা আমাকে আম্মু বলেও ডাক দিলো না, যাবার সময় বলছিল আম্মু কিছুই হবে না। আমার একটা মাত্র বাবা, আমার বাবা তো আমার কাছে দোয়া নিয়া গেছিলো, আমার বাবারে বাসায় নিতে পারলাম না গো, আমি কেমনে দুনিয়াতে বাঁচমুগো।’
সাজিদের মৃত্যুর পর শেখ হাসিনার ফাঁসি চেয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘ফ্যাসিজমের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, টু জিরো টু ফোর, ফ্যাসিজম নো মোর, বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’সহ নানা স্লোগান দিতে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।