জুমবাংলা ডেস্ক : বরগুনার বেতাগীতে ফেনসিডিলসহ মাসুম বিল্লাহ নামের এক বিজিবি সদস্য পুলিশের হাতে আটক হয়েছে। তিনি ১৭ ব্যাটালিয়ান শ্যামনগর সাতক্ষীরায় কর্মরত রয়েছেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) রাতে পুলিশ মাসুম বিল্লাহকে নিজ বাসা থেকে এক বোতল ফেনসিডিলসহ আটক করেন। উদ্ধার হওয়া ফেনসিডিল তার প্যান্টের পেছনের পকেটে পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন দপ্তেরপুল এলাকায় মাদক বেচাকেনা চলছে। এ সময় সেখানে গিয়ে আমাদের কয়েকজন ব্যক্তিকে সন্দেহ হয়।
সন্দেহভাজনদের মধ্যে আমরা মাসুম বিল্লাহর বডি চেক করি। এ সময় তার প্যান্টের পেছনের পকেটে এক বোতল ফেনসিডিল পাই। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel