
জুমবাংলা ডেস্ক : কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে বিএনপির সাবেক নেতার ছেলে জাহাঙ্গীর আলম নয়ন সরকারের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপার এলাকার নিজ বাড়ি থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর আলম নয়ন সরকার কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান সাদেক হোসেনের সরকারের ছোট ছেলে। নিহতের গ্রামের বাড়ি তিতাসের বন্দরামপুর গ্রামে ছিল। বর্তমানে তারা উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপার এলাকায় বাড়ি করে সেখানে বসবাস করেন।
নিহতের গ্রামের বাড়ি তিতাসের বন্দরামপুর গ্রামের বাল্যবন্ধু যুবরাজ জানান, নয়নের বাবা-মা ভাই বোন সপরিবারে আমেরিকায় থাকেন। তার স্ত্রী ও ১৪ বছরের একমাত্র মেয়ে পাশের উপজেলা হোমনায় শ্বশুর বাড়িতে থাকায় সে একাই এই বাড়িতে থাকত।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।