জুমবাংলা ডেস্ক: বাজারে নিত্যপণ্যের ক্রমাগত দাম বৃদ্ধির মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে কয়েকটি নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের আয়োজনে অনুষ্ঠিত ‘নিড ফর অ্যান ইফেক্টিভ কমপিটিশন রিজেইম ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের সহযোগী ছিল জাস্টিশিয়া লিগ্যাল মাইন্ডস নামের একটি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশে ভোগ্যপণ্যের বড় ব্যবসায়ী ছিলেন ৩০ থেকে ৩৫ জন। বিভিন্ন কারণে এখন অনেক বড় কোম্পানি খাদ্যপণ্যের ব্যবসা করে না। কেউ কেউ ব্যবসা পরিবর্তন করেছেন। ফলে এখন ভোগ্যপণ্যের ব্যবসা করেন মাত্র ৭ থেকে ৮ জন। এ কারণে বাজারের নিয়ন্ত্রণ চলে গেছে মুষ্টিমেয় লোকের হাতে।
তিনি বলেন, বর্তমানে নিত্যপণ্যের বিশ্ববাজার অস্থিতিশীল। এমন পরিস্থিতিতে যতই মুক্তবাজার অর্থনীতির দেশ হোক না কেন, এমন কিছু পণ্য আছে, অনেক দেশের সরকারই সেগুলোর দাম নিয়ন্ত্রণ করে। পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাংলাদেশেও কিছু পণ্যের মূল্য বেঁধে দেওয়া দরকার। সে জন্য সরকারের আলাদা পরিকল্পনা থাকতে হবে।
চাল ও আলুর মতো পণ্যের উৎপাদনের তথ্যের সঙ্গে ভোগের তথ্যের একটা গরমিল আছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, এ গরমিল থাকার কারণে উৎপাদন ভালো হয়েছে বলা হলেও আমদানি করতে হয়। তাই উৎপাদন ও আমদানির সঠিক হিসাব বের করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, সদস্য জি এম সালেহ উদ্দিন, নাসরিন বেগমসহ অন্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।