জুমবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচনে তিন সপ্তাহের বিরামহীন প্রচারণা শেষ হচ্ছে মধ্যরাতে। আজ থেকে মাঠে নামছে বিজিবি ও র্যাব। থাকবে ভোটের পরদিন পর্যন্ত। ভোট ঘিরে বাড়তি নিরাপত্তা বলয়ে থাকবে পুরো নগরী। মধ্যরাত থেকেই মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২১ দিনের প্রচার-প্রচারণায় ঢাকাকে তিলোত্তমা নগরী বানাতে প্রতিশ্রুতির অন্ত নেই প্রার্থীদের। একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগও চলেছে সমান তালে।
তবে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রচার-প্রচারণার আর সুযোগ নেই। নির্বাচন কমিশনের হুঁশিয়ারি, আচরণবিধি ভাঙলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
শুক্রবার থেকে ঢাকার দুই সিটি করপোরেশনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনি সরঞ্জাম। ভোট নির্বিঘ্ন করতে নির্বাচনের মাঠ এখন, আইন-শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে, বিজিবি ও র্যাব। সাথে থাকছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা।
৫৪ লাখ ভোটারের এই ঢাকা নগরীর বিভিন্ন প্রবেশ দ্বারে থাকছে, বিশেষ তল্লাশি চৌকি। অবৈধ অস্ত্র, বহিরাগত সন্ত্রাসীদের ধরতে শুরু হয়েছে বিশেষ অভিযান। নির্বাচন কমিশন বলছে, অবৈধ অস্ত্রধারী ও বহিরাগতদের বিষয়ে শক্ত অবস্থানে কমিশন।
শুক্রবার রাত থেকে যানবাহন চলাচল বন্ধ হলেও; মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা বৃহস্পতিবার মধ্যরাত থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।