জুমবাংলা ডেস্ক : দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করার প্রতিবাদ করায় সাংবাদিক অঞ্জন রায়কে হুমকি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। আজ শনিবার তিনি এই জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ‘আমি গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আমার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দৈনিক সংগ্রাম পত্রিকায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করায় প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেই। এরপর থেকে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীসহ কিছু ব্যক্তি আমাকে সোশ্যাল মিডিয়ায় ও সরাসরি হুমকি দিয়ে চলেছে।’
এ পরিস্থিতিতে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, জামায়াতের সেক্রেটারি ড. শফিকুর রহমান, আমির মকবুল আহমেদ, ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে হুমকি কারণ বলে মনে করছেন অঞ্জন রায়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.