বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: নিরাপদে পৃথিবীতে ফিরল নাসার অত্যাধুনিক নভোযান ‘ওরিয়ন’। চাঁদের কক্ষপথে প্রায় ২৬ দিনের মিশন শেষে রবিবার (১১ ডিসেম্বর) নভোযানটিকে দেশে ফেরায় যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় ওরিয়ন ক্যাপসুলে আগুন ধরে যায়। সঙ্গে থাকা প্যারাসুটের কারণে শেষ দিকে ধীর গতিতে নেমে আসে নভোযানটি। পরে এটি প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে। পরীক্ষামূলক অভিযান হওয়ায় এই নভোযানে কোনো মানুষ ছিল না বলে জানা গেছে।
ওরিয়ন নভোযান দিয়ে আরও জটিল মিশনের পরিকল্পনা করছে নাসা। ২০২৪ সালের শেষ থেকে পরবর্তী দুই বছর চন্দ্রপৃষ্ঠে আবারও মানুষ পাঠানোর কাজ করবে আর্টেমিস মিশন।
নাসার প্রশাসক বিল নেলসন বলেন, মহাকাশযানটি এতো ভালো কাজ করেছে যে আমরা আর্টেমিস ২ নিয়ে ভাবছি। এবং পরবর্তী ফ্লাইটে কিভাবে যাবতীয় সব বাধা সে বিষয়ে পরকিল্পনা করছি। আমরা আরও কতটা সফলভাবে কাজ করার পাশাপাশি নিরাপদে নভোচারীদের ফিরিয়ে আনতে পারি সে বিষয়েও চেষ্টা করছি।
গত নভেম্বরে কারিগরি জটিলতার কারণে দু’দফা স্থগিত হয় উৎক্ষেপণ। অবশেষে ১৬ নভেম্বর চাঁদের কক্ষপথের উদ্দেশে রওনা হয় অত্যাধুনিক রকেট আর্টেমিস ওয়ান। পাড়ি দেয় ২০ লাখ কিলোমিটার পথ। মনুষ্যবিহীন চন্দ্রযানের মাধ্যমে মূলত চাঁদে নভোচারীদের অবতরণের জায়গাগুলো চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। ঠিক ৫০ বছর আগে ‘অ্যাপোলো- সেভেনটিন’ অভিযানের মাধ্যমে সবশেষ চাঁদে পা রেখেছিল মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।