নিরাপদ আশ্রয়ের খোঁজে কুমিল্লার শত শত মানুষ

জুমবাংলা ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গ্রামগুলোতে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।এসব গ্রামের কোথাও হাঁটু পানি, কোথাও আবার বুক অবধি পানি উঠে গেছে। খবর বিবিসি বাংলার।

ওই উপজেলার নালগড় গ্রামের শত শত মানুষ ভিটেমাটি ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন।

কিন্তু মহাসড়ক থেকে কয়েক কিলোমিটার ভেতরের ওই গ্রামে বাস্তবে এমন কোনও জায়গা নেই, যেখানে তারা নিরাপদে আশ্রয় নিতে পারবেন, জানিয়েছেন বিবিসি সংবাদদাতা।

উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের কাছে তার গ্রামের অবস্থা জানতে চাইলে তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘অবস্থা খুব খারাপ। আমার নতুন ঘর, ভাইঙ্গা সব শেষ।’

মাথায় মুরগির খাঁচা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আরও অনেকের সাথে নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজের গ্রাম ছেড়ে কুমিল্লার লালমাইয়ের দিকে যাচ্ছিলেন আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘আমার কিছু নাই এখন, আমার কিছু নাই এখন…ঘরের ভিত ভাইঙ্গা গেছে।’