আন্তর্জাতিক ডেস্ক : চীনের বেইজিংয়ে ৪ ফেব্রুয়ারি পর্দা ওঠবে শীতকালীন অলিম্পিকের। বিশ্বের প্রায় ৩ হাজার অ্যাথলেট এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন। আর অলিম্পিক শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে একটি সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই।
গোয়েন্দা সংস্থা এফবিআই অলিম্পিকে অংশ নিতে যাওয়া অ্যাথলেট ও অতিথিদের নিজস্ব মোবাইল না নিতে অনুরোধ জানিয়েছে।
এফবিআই সতর্ক করে বলেছে, অলিম্পিকে অংশ নিতে যাওয়া সবাই যেন অস্থায়ীভাবে ব্যবহার করার জন্য মোবাইল নিয়ে যান। যে মোবাইলে থাকবে না কোনো ব্যক্তিগত ও পুরনো তথ্য।
সতর্ক বার্তা দিয়ে এফবিআই বলে, এফবিআই সকল অ্যাথলেটদের অনুরোধ করছে নিরাপদ থাকতে চাইলে ফোন বাড়িতে রেখে যান এবং একটি অস্থায়ী মোবাইল ফোন ব্যবহার করুন।
যদিও এফবিআই জানিয়েছে তারা নির্দিষ্ট কোনো হুমকি খুঁজে পায়নি। তবে বাড়তি সতর্কতার অংশ হিসেবে তারা এ অনুরোধ করেছে।
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এফবিআই ছাড়াও কয়েকটি পশ্চিমা দেশও তাদের অ্যাথলেটদের ব্যক্তিগত ফোন নিয়ে অলিম্পিকে না যেতে অনুরোধ করেছে।
তাদের আশঙ্কা অ্যাথলেটদের মোবাইলে ট্র্যাকিং টুল ইনস্টল করে দেওয়া ও তথ্য চুরি করতে পারে সাইবার অপরাধীরা।
এদিকে সাইবার নিরাপত্তা গ্রুপ সিটিজেন ল্যাব কয়েকদিন আগে জানায়, বেইজিংয়ে অংশ নিতে যাওয়া সকল অ্যাথলেটকে তাদের মোবাইলে একটি অলিম্পিকের অফিসিয়াল একটি অ্যাপ ইনস্টল করতে হবে। কিন্তু এই অ্যাপটি নিরাপদ নয়।
সিটিজেন গ্রুপ দাবি করেছে, অ্যাপটিতে ব্যক্তিগত তথ্য নিরাপদ নয়। এই অ্যাপটি ইনস্টল করার পর তৃতীয় পক্ষ ওই মোবাইলের বিভিন্ন ফাইল, ছবি ও ভিডিও নিয়ে নিতে সমর্থ হয়।
যদিও চীন এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।