স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের কার্যক্রমে আশানুরূপ অগ্রগতি নেই। এই কমিশন গঠনের বিষয়ে দুই মাসেরও বেশি সময় পার হলেও সরকারি উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ও নির্দেশনার মধ্যেই কাজ থেমে আছে।
সংশ্লিষ্ট দপ্তর ও বাস্তবায়নকারী সংস্থার মধ্যে কাঙ্ক্ষিত তৎপরতা দেখা যাচ্ছে না। এতে বাস্তবায়নকারী সংস্থার সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ১৬ জুন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের বিষয়টি অগ্রাধিকার পায়। একে প্রশাসনিক সংস্কারের ‘সহজে ও দ্রুত বাস্তবায়নযোগ্য’ একটি উদ্যোগ হিসেবে চিহ্নিত করা হয়। এর আগেই ১৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট বিভাগে কমিশন গঠনের বিষয়ে নির্দেশনামূলক একটি চিঠি পাঠানো হয়। এর এক মাস পর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) এই কমিশনের আইনি কাঠামো প্রস্তুতের দায়িত্ব দেয়।
দায়িত্ব পেয়ে বিবিএস একটি ওয়ার্কিং কমিটি গঠন করে। তবে এ পর্যন্ত ওই কমিটির কার্যপরিধি নির্ধারিত হয়নি। কোনো সময়সীমাও ঠিক করা হয়নি। এমনকি দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কমিটির পক্ষ থেকে কোনো অগ্রগতির প্রতিবেদনও জমা দেওয়া হয়নি।
পুরো প্রক্রিয়াটির ধীরগতির কারণে বিষয়টি এখন সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের অগ্রাধিকার থাকলেও বাস্তবায়নের সঙ্গে জড়িত সংস্থার মধ্যে সমন্বয়হীনতা, দায়িত্বহীনতা ও উদ্যোগের অভাব প্রকটভাবে ধরা পড়েছে। এমন পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার কার্যক্রম আদৌ বাস্তবায়িত হবে কি না, সে প্রশ্ন এখন জোরালোভাবে উঠেছে।
বিশিষ্ট পরিসংখ্যানবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি বিভাগের অধ্যাপক ড. হাসিনুর রহমান মনে করেন, ‘একটি স্বাধীন পরিসংখ্যান কমিশন দেশের পরিসংখ্যানব্যবস্থায় স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সহায়ক হবে। যদি বাস্তবায়নে এ রকম গাফিলতি থাকে, তাহলে শুধু ঘোষণার মধ্যেই এই উদ্যোগ আটকে থাকবে।
এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হবে এবং আন্তর্জাতিক সহযোগিতাও প্রভাবিত হতে পারে।’
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেন, ‘এ বিষয়ে সরকারের কমিশনের একটি সুপারিশ রয়েছে। আমরা কাজ করছি। কিন্তু পরে পরিসংখ্যানবিষয়ক একটি টাস্কফোর্স গঠন হওয়ায় এ কাজটি আপাতত স্থগিত করা হয়েছে। টাস্কফোর্সের সুপারিশ পাওয়ার পরই আমরা স্বাধীন পরিসংখ্যান কমিশন নিয়ে বিষয়টি উদ্যোগে এগিয়ে যেতে পারব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।