স্পোর্টস ডেস্ক : বিসিবির কেন্দ্রীয় চুক্তির জন্য ২২ জনের নাম প্রস্তাব করেছেন নির্বাচকরা। তবে এটা চুড়ান্ত নয়। প্রস্তাবিত এই তালিকা থেকেও পরিবর্তন আসতে পারে। এ বছরের প্রস্তাবিত চুক্তির তালিকা অনুয়ায়ী পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো এ+, এ, বি, সি ও ডি।
তালিকায় ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। প্রস্তাবিত তালিকায় আছেন মুশফিক-রিয়াদও। আর প্রথমবারের মতো বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তাসকিন।
‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এবং উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে অভিজ্ঞ ক্রিকেটার মমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদ উল্লাহ রিয়াদের সাথে আছেন মুস্তাফিজুর রহমান। তাদের সাথে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানার মতো উঠতি তারকারা।
‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেনরা।কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ, খালেদ আহমেদরাও।
কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় নেই সাকিব আল হাসান। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ অবসর নিয়ে কোন সিদ্ধান্ত না জানানোতে তাদের রেখেই তালিকা প্রস্তাব করা হয়েছে। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে চলেছেন তরুণ পেসার নাহিদ রানা, ওপেনার তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।