আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের জাতীয় সংসদ নির্বাচনের ঠিক কয়েক সপ্তাহ আগে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমের একটি আদালতে পুনরায় তার বিচার শুরু হয়েছে। তবে আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। খবর এপির।
এপির প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। গত বছর পৃথক তিনটি মামলায় জালিয়াতি, বিশ্বাস ভঙ্গ এবং ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত করা হয়েছিল তাকে। সম্প্রতি ইসরায়েলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। সপ্তাহে এক দিন তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা এই অভিযোগের কারণে তাকে পদত্যাগ করার আহ্বান জানান।
আজ সোমবারের শুনানিতে নেতানিয়াহু দোষী নয় বলে আবেদন করে একটি লিখিত বিবৃতি জমা দেন তার আইনজীবীরা। এরপর তারা প্রক্রিয়াগত কারণে মামলাগুলোর বিরুদ্ধে যুক্তি দিয়ে বলেন, অ্যাটর্নি জেনারেল লিখিতভাবে তদন্তকে যথাযথভাবে অনুমোদন করেননি। শুনানি চলাকালে প্রায় ২০ মিনিট পরে নেতানিয়াহু কোর্টরুম থেকে বের হয়ে চলে যান।
এপির প্রতিবেদনে বলা হয়, শুনানি তার (নেতানিয়াহুর) অনুপস্থিতিতে চলতে থাকে। এই মামলার শুনানিতে সংবিধানের পদ্ধতি অনুসরণ করা হয়নি বলে বিতর্ক করেন তার আইনজীবীরা। পরে প্রসিকিউশন সেই যুক্তিগুলো প্রত্যাখ্যান করে বলে, অ্যাটর্নি জেনারেল কয়েক ডজন সভায় তদন্তকে অনুমোদন দিয়েছিল।
এদিকে আদালতের বাইরে দেড় শতাধিক বিক্ষোভকারী জড়ো হন। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। অনেকে ‘ক্রাইম মিনিস্টার’ লেখা সংবলিত ব্যানার নিয়ে আদালতের সামনে হাজির হন।
শ্যারন সাগি নামের এক বিক্ষোভকারী বলেন, আমরা একটি নতুন সরকার চাই। এক স্বচ্ছ সরকার চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। এক বিক্ষোভকারী এপিকে বলেন, আমরা ‘বিবি নেতানিয়াহু’-কে চাই না। আমরা চাই নেতানিয়াহু পদত্যাগ করুক। তাকে পদত্যাগ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।