জুমবাংলা ডেস্ক : জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা না করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিকে নিরাশ করেছেন বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (২৬ মার্চ) নোয়াখালীর চাটখিল আলিয়া মাদরাসা মাঠে উপজেলা যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ১৫ বছর মাঠে থেকে রাজনীতি করেছি। আমাদের দলের এমন কোনো লোক নেই যিনি জেলে যাননি। এখন আমাদের সঙ্গে রাজনৈতিক সহযোদ্ধাদের কেউ কেউ নির্বাচনের বিরোধীতা করছেন। দেশে যদি কোনো অস্থিতিশীলতার সৃষ্টি হয় এর দায়ভারও তাদেরকে নিতে হবে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে নির্বাচিত জনপ্রতিনিধি দরকার। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে একটা সুনিদ্ধিষ্ট তারিখ দিতে হবে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার অনতিবিলম্বে তারিখ ঘোষণা করবে।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।