জুমবাংলা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, কেশবপুরের পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোপূর্বে কোনো কোনো স্থানে নির্বাচনে একটু ঝগড়াঝাটি হয়েছে। কিন্তু মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে।
যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের বাইরের চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সেখানে নির্বাচন কমিশনের প্রকল্প পরিচালক (আইইডিইএ) ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের এনডিসি, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, রিটার্নিং অফিসার ও কেশবপুরের ইউএনও এমএম আরাফাত হোসেন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার মজুমদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, ওসি মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।