বিনোদন ডেস্ক : অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে কথা দিয়েছিলেন বেকার শিল্পীদের কর্মসংস্থান করবেন। অবশেষে সেই কথা রাখতে যাচ্ছেন পর্দার ‘ভয়ংকর বিষু’।
আগামীকাল চলচ্চিত্রের প্রায় সব শিল্পীকে তাঁর ফুলবাড়িয়ার বাসায় আমন্ত্রন জানিয়েছেন। একসঙ্গে খাওয়া-দাওয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন ১০ ছবির। করোনার প্রকোপ শেষ হলেই শুরু হবে ছবিগুলোর শুটিং।
ডিপজল বলেন, ‘আমি করোনার মাঝেই শুটিং শুরু করতে পারতাম। কিন্তু আমার ওপেন হার্টসার্জারি করা হয়েছে। চিকিত্সক বলেছেন কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। তাই অপেক্ষায় আছি করোনার প্রকোপ কমার। আমি আগাগোড়া একজন শিল্পমনা মানুষ। সব সময় শিল্পীদের পাশে থেকেছি। বিপদে আপদে সবার আগে এগিয়ে গিয়েছি। এখন বেশিরভাগ শিল্পী বেকার। তাঁদের চলচ্চিত্রে কাজ করতে দেখলে আমারও ভালো লাগবে।
ডিপজল আরো বলেন, ‘নির্বাচনে জিতেছি বলে কাল সব শিল্পীকে বাসায় দাওয়াত করেছি, তেমনটা নয়। আমি আগেও এমন মিলনমেলা করেছি। মোট কথা চলচ্চিত্রের মানুষই আমার আপনজন। তাঁদের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করতে পারলে ভালো লাগে। তাঁদের মুখে হাসি দেখলে প্রাণটা ভরে যায়। ’
উল্লেখ্য, এবারের নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সহ-সভাপিত পদে লড়ে জয় লাভ করেছেন ডিপজল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।