বিহার বিধানসভা নির্বাচনে আরজেডির করুণ পরাজয়ের একদিন পরই পরিবার ত্যাগের ঘোষণা দিয়েছেন লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিনী আচার্য। একই সঙ্গে রাজনীতি ছাড়ে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সূত্র: এনডিটিভি।

২০২২ সালে লালু প্রসাদ অসুস্থ থাকারৈ সময় তাকে কিডনি দান করেছিলেন রোহিণীই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের পর দলীয় বিভিন্ন কর্মসূচিতে কন্যা রোহিণীর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন লালু। গত লোকসভা নির্বাচনে মেয়েকে টিকিটও দিয়েছিলেন তিনি। এরপর বিহারের সারন লোকসভা কেন্দ্র থেকে আরজেডির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন রোহিনী। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেননি।
শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোহিণী লিখেছেন, ‘আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি। আমার (যাদব) পরিবারকেও ত্যাগ করছি। সঞ্জয় যাদব এবং রামিজ় আমাকে এটাই করতে বলেছিলেন। সব দায় আমি মাথা পেতে নিচ্ছি।’
এই পোস্টে সঞ্জয় যাদব এবং রামিজ় বলতে রোহিণী কাদের বোঝাতে চেয়েছেন, তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনেই। তবে ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ‘রামিজ়’ বলতে নিজের স্বামীর কথা বলতে চেয়েছেন রোহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



