
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন অভিযোগ করেছেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক গোষ্ঠী নির্বাচনের ওপর নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আজিজ সুপার মার্কেটের সামনে আয়োজিত যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুর রশিদ মামুন বলেন, “নির্বাচন ও দেশ নিয়ে বর্তমানে নানা ষড়যন্ত্র চলছে। যখনই নির্বাচন ঘনিয়ে আসে, একটি রাজনৈতিক মহল বিভ্রান্তিকর বক্তব্য ও দাবি তুলে পর্দার আড়ালে ষড়যন্ত্রের চেষ্টা করে।”
তিনি আরও বলেন, “আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অধীনে রাজনীতি করি না। আমরা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আছি। জনগণ এখন নির্বাচনের অপেক্ষায়। তারা ভোট দিতে চায়। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।”
আগামী নির্বাচনের প্রসঙ্গে মামুন বলেন, “জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করে বিএনপিকে ক্ষমতায় আনবে, ইনশাআল্লাহ। ধানের শীষ প্রতীকের প্রার্থী যেই হোন না কেন, সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।”
সমাবেশে চাটখিল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। শেষে চাটখিল বাজারে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সমাবেশ ও র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



