জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির প্রার্থীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে এসে ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন। এ পর্যন্ত দলটির মোট ১০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। এর মধ্যে মঙ্গলবারই দলটির পাঁচজন প্রার্থী নির্বাচনে না থাকার ঘোষণা দেন।
মঙ্গলবার যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তারা হলেন- টাঙ্গাইল-৭, দিনাজপুর-২ , গাজীপুর-৪ , চুয়াডাঙ্গা-১ ও সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী।
এর আগের দিন সোমবার হবিগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নির্বাচন না করার ঘোষণা দেন।
তার আগে গত ৩১ ডিসেম্বর বরিশাল-২, বরিশাল-৫, বরগুনা-১ ও গাজীপুর- ১ আসনের জাপা প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
নির্বাচন সুষ্ঠু হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, দলের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না কিংবা কোনো দিকনির্দেশনা দেওয়া হচ্ছে না, প্রার্থীদের দল থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তার কোনো বাস্তবায়ন নেই- এ রকম বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।