
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সময় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন এই তিনটি জোনে ভাগ করা হচ্ছে। গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েকের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, মানুষের আস্থা অর্জনে করণীয় নিয়ে কমনওয়েলথ মহাসচিব সিইসিকে পরামর্শ দিয়েছেন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। জবাবে নির্বাচন কমিশন জানায়, ভোটের সময় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশকে তিন জোনে বিভক্ত করা হচ্ছে এবং সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হবে।
তিনি আরও জানান, কমনওয়েলথ মহাসচিব আগামী জাতীয় নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়েছেন। কী ধরনের সহায়তা প্রয়োজন হবে, তা ইচ্ছে করলে জানাতে বলেছেন তিনি।
বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতি, অগ্রগতি, বিদেশে ভোটদান ব্যবস্থা, গণভোট আয়োজনসহ একাধিক বিষয় উপস্থাপন করা হয়। প্রবাসী ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ পদ্ধতি সম্পর্কেও কমনওয়েলথ মহাসচিবকে অবহিত করা হয়েছে, যা জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।
গণভোট প্রসঙ্গে মহাসচিব বলেন, একই দিনে নির্বাচন ও রেফারেন্ডাম আয়োজন ইসির জন্য বাড়তি দায়িত্ব হলেও কমিশনের প্রস্তুতি দেখে তিনি আশাবাদী। নারী ভোটারদের অংশগ্রহণ, ভোটার তালিকা সংশোধন এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্যোগও তিনি প্রশংসা করেন।
এ ছাড়া ভুয়া তথ্য, মিসইনফরমেশন ও ফেক নিউজ নিয়ে কমনওয়েলথ মহাসচিব সতর্ক থাকতে বলেছেন জানিয়ে ইসি সচিব বলেন, কমনওয়েলথ মহাসচিব বলেছেন, নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এজন্য প্রচার-প্রচারণা চালানো জরুরি। এ সময় সিইসি তাকে বলেন, প্রয়োজনীয় প্রচার চলছে এবং রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। এতে আরও ভালো ফল পাওয়া যাবে।
ইসি সচিব জানান, কমনওয়েলথ প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত। এখনো পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি। প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন।
আখতার আহমেদ বলেন, কমনওয়েলথ মহাসচিব জানতে চেয়েছে আপনারা কী ধরনের সহযোগিতা চান। আমরা এখনো নির্দিষ্ট করে কিছু বলিনি। নিজেদের মধ্যে আলোচনা করে কোথায় সহযোগিতা প্রয়োজন হতে পারে, তা নির্ধারণ করতে কিছু সময় লাগবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



