কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে জনগণ মনে করে। তাই এসব দুষ্কৃতকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরো বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে একদল দুষ্কৃতকারী আকস্মিক হামলা চালায়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হন। তিনি ছাড়াও কিছুসংখ্যক নেতাকর্মীকে আহত করার ঘটনা পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ।
তিনি আরো বলেন, আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতিসহ নানা ধরনের অরাজকতা সৃষ্টি করছে। সেই পরিকল্পনারই অংশ এই হামলা।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জান-মাল রক্ষায় দল-মত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
‘জামায়াত কখনো কাজ করেনি’ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী কখনো সরকারে গিয়ে কাজ করেনি, করেছে বিএনপি। বিএনপি পরীক্ষিত দল। ঠাকুরগাঁও সদর উপজেলার শোল টহরী বাজারে গতকাল নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে, আর কেউ করতে পারবে না।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে একটা দল ভোট চাইতে আসছে আপনাদের কাছে। দাঁড়িপাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করছে? করে নাই। আমরা কাজ করছি। আমরা পরীক্ষিত দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


