গোপাল হালদার, পটুয়াখালী : সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, স্থিতিশীলতা, বিনিয়োগ, উন্নয়ন এসবের জন্য আগে একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত নির্বাচিত সরকার জরুরি।
বুধবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
গলাচিপা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাওহীদ ইমরানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আরিফ বিল্লাহ।
প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে নুরুল হক নূর কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি কর্মকর্তারা কোনো দলের লেজুড়ভিত্তিক আচরণ করবেন না। নাগরিকদের সেবা দিতে হবে নিরপেক্ষভাবে। তা না হলে গলাচিপাসহ দেশের বিভিন্ন এলাকায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচি দেবে, এমনকি পদত্যাগের দাবিও তুলবে।
তিনি বলেন, আমরা কোনো দালালি ভিত্তিক দল গড়িনি। গণমানুষের দল গড়েছি। আমাদের রাজনীতি কেবল বিরোধিতার নয়, পরিবর্তনের।
সভায় নুর বলেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা আমরা বলেছিলাম। শুধু মৌলিক নয়, প্রয়োজনীয় সব সংস্কার করেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বর-জানুয়ারিই উপযুক্ত সময়। জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা ছাড়া এই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে।
তিনি ২০১৮ সালের কোটা আন্দোলন স্মরণ করিয়ে বলেন, ২০১৮ সালের কোটা আন্দোলন না হলে, ‘জুলাই ২৪’ জন্ম নিত না। তরুণরাই এ আন্দোলনের প্রাণ, যাদের রক্তের বিনিময়ে অধিকার আদায়ের পথ তৈরি হয়েছে।
নুর বলেন, ছাত্র রাজনীতি মানে কেবল মিছিল-মিটিং নয়। গঠনমূলক রাজনীতির মাধ্যমে ছাত্রদের সৃজনশীল, সংগঠিত ও সংগ্রামী হতে হবে। মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে একে প্রতিরোধে ছাত্র অধিকার পরিষদকে অগ্রণী ভূমিকা নিতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আপনারা দেখেছেন, শহীদদের অধিকাংশই ছিল তরুণ। কারণ, ছাত্ররা পবিত্র, তারা এত কুটিলতার মধ্যে যায় না। তাই তাদের হাতেই আগামীর রাষ্ট্র নির্মাণ করতে হবে।
নুর আরও বলেন, ফ্যাসিবাদ যদি আবার চেপে বসে, ভোটাধিকার কেড়ে নেয়, তবে অভ্যুত্থান হবেই। তবে আমরা আর রক্ত দেখতে চাই না। সংঘাত চাই না। বরং এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে স্বাধীন বিচার বিভাগ, গণমাধ্যম, এবং আইনের শাসন থাকবে। প্রশাসন অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
১৭ বছর পর বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির হোসেন মুন্সী, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিবুল্লাহ এনিম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব ইসলাম, জেলা কমিটির সভাপতি মো. মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, জেলা অধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।