জুমবাংলা ডেস্ক : নির্মাণশ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ডিবিপ্রধান বলেন, বিএনপির তৎপরতা থেমে নেই, নির্মাণশ্রমিকদের দিয়ে পোস্টার লাগাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট নাশকতার তথ্য নেই, তবে সচেষ্ট রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
হারুন অর রশিদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছে পুলিশ। কমিশনের নির্দেশনা, নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না। যারাই এ ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান। যারাই অপতৎপরতা করছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ।
তিনি বলেন, ২৮ তারিখের পর থেকেই একটি দল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা সবাই যুবদল ও ছাত্রদলের। সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আদম তমিজি হকের সম্পর্কে ডিবিপ্রধান বলেন, তিনি এখনো অসুস্থ আছেন। তাকে (আদম তমিজি হক) আবারও চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।