আবু সুফিয়ান: ২০১৬ সালের ১ জুলাই রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেদিনের সেই বিভীষিকা আর আতংকে আতকে উঠেছিলো পুরো জাতি।
এই হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে। সেনাবাহিনীর অপারেশন থান্ডারবোল্টে নিহত হয় ৬ হামলাকারী জঙ্গি। সেই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউডের খ্যাতিমান নির্মাতা হানসাল মেহতা নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ফারাজ’। যা এরই মধ্যে শুরু হয়েছে মুক্তির প্রক্রিয়া আর অংশ নিতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন উৎসবে।
‘ফারাজ’ চলচ্চিত্রের নির্মাতা ইনস্টাগ্রাম পোস্টে জানান, ‘ফারাজ’ এবারের বিএফআই লন্ডন উৎসবে অংশ নিচ্ছে।
দিল্লি হাইকোর্টের অনুমতির পর চলচ্চিত্রটির নির্মাতা হানসাল জানিয়েছেন, শর্তসাপেক্ষে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ ‘ফারাজ’ প্রদর্শিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যম লাইভ ল’ এ খবর জানিয়েছে।
সিনেমাটি নিয়ে নির্মাতা হংসল মেহতা ভারতীয় গণমাধ্যমকে বলেন, প্রায় তিন বছর ধরে ‘ফারাজ’ এর গল্পটি পৃথিবীকে দেখাবো বলে অপেক্ষা করছি। ভূষণজি ও অনুভব সিনহাকে ধন্যবাদ, আমি যেভাবে সিনেমাটি করতে চেয়েছি, সেভাবে সমর্থন জানানোর জন্য। ‘ফারাজ’ হবে গভীর মানবিকবোধের এক গল্প।
ছবিটি প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। হামলার ঘটনায় মেয়ে হারানো একটি পরিবারের পক্ষ থেকে মামলার পর চলচ্চিত্রটি আইনি জটিলতায় পড়ে। ওই পরিবারের আশঙ্কা চলচ্চিত্রটিতে তাদের দুই মেয়েকে খারাপভাবে উপস্থাপন করা হতে পারে।
৩১ আগস্ট বিচারপতি নীনা বানসাল শর্তসাপেক্ষে লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের অনুমতি দিয়েছেন।
চলচ্চিত্রটিতে ভারতের প্রয়াত অভিনেতা শশী কাপুরের নাতি জাহান কাপুর, অভিনেতা পরেশ রাওয়াল এবং আদিত্য রাওয়ালকে দেখা যাবে আলোচিত এই ছবিতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুহি বাব্বর।
বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল চলতি বছরের অক্টোবরে যুক্তরাজ্যে অনুষ্ঠিত একটি বার্ষিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে তিন শতাধিকের বেশি চলচ্চিত্র, তথ্যচিত্র প্রদর্শিত হবে।
এর আগে, ২০২২ সালের ১৮ জানুয়ারি আদালত একটি অন্তবর্তী আদেশ জারি করেছিল। তাতে বলা হয়েছিল, ছবিটি প্রদর্শন করা যাবে না।
আদালতে বাদি পক্ষ জানায়, চলচ্চিত্রটি প্রদর্শন না করতে আদালতের নির্দেশের পরও তা বিবাদির আইনজীবী দেখেছেন এবং লন্ডনে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য দাখিল করা হয়েছে।
মামলার পর যখন চলচ্চিত্রটি আইনি জটিলতায় পড়ে তখন বিবাদী আইনজীবী জানান, ইতোমধ্যে চলচ্চিত্রটি উৎসবের জন্য দাখিল করা হয়েছে এবং ১ সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্ত হতে হবে। আইনজীবীরা আরও যুক্তি তুলে ধরে দাবি করেন, ভারতের কোনও চলচ্চিত্র আন্তর্জাতিক কোনও উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হওয়া গর্বের বিষয়। চলচ্চিত্র প্রদর্শনের অধিকার আদালতের আদেশে বাতিল হতে পারে না।
আইনজীবীরা বলেন, কোনও ব্যক্তি সংক্ষুব্ধ হলে মানহানির মামলা করতে পারেন। এর মাধ্যমে বিষয়টির জটিলতা কমে এসেছে এবাং লন্ডনে চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।