বিনোদন ডেস্ক : জেমস বন্ডের ভক্তের অভাব নেই। বন্ডের সিনেমায় যুক্ত কোনো অনুষঙ্গ সংগ্রহে রাখতে পারলে আনন্দে আত্মহারা হবেন এমন বহু ভক্তও রয়েছেন। সে সুযোগ করে দিচ্ছে একটি ব্রিটিশ অকশন হাউজ। সিনেমায় জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজের ৬০ বছর পূর্তিতে তারা শতাধিক প্রপ নিয়ে আসছে এ নিলামে।
অর্থাৎ জেমস বন্ডের ঘড়ি, কস্টিউম বা একটি প্রপের মালিক হতে পারেন যে কেউ। জানা গেছে, বন্ডের চরিত্রে অভিনয়কারী নায়কদের ব্যবহূত নানা উপকরণ থাকবে নিলামে। এটি জেমস বন্ড বিষয়ক সবচেয়ে বড় নিলাম হতে যাচ্ছে। তাই বন্ডের পাশাপাশি আর্নেস্ট স্টাভরো ও ল্যুস্টিফার সাফিনের মতো খলনায়কদের ব্যবহূত অনুষঙ্গও থাকবে নিলামে। লন্ডনের ক্রিস্টিন’স অকশন হাউজ এ নিলামে নিয়ে আসছে একটি ডিবি-ফাইভ গাড়ি।
অ্যাশটন মার্টিনের আটটি ডিবি-ফাইভ স্টান্ট কার তৈরি করা হয়েছিল বন্ডের নো টাইম টু ডাই সিনেমার জন্য। সিনেমার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল প্রতিটি গাড়ি। এর একটি আনা হচ্ছে নিলামে। গাড়িটিতে সব ধরনের কিউ মডিফিকেশন থাকবে। ধারণা করা হচ্ছে, এর দাম হবে ১৫-২০ লাখ পাউন্ড। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দ্য প্রিন্স’স ট্রাস্ট ও প্রিন্স অব ওয়েল’স চ্যারিটেবল ফান্ডে যাবে। এ গাড়ি ছাড়াও নিলামে থাকছে টম ফোর্ডের একটি স্যুট। এর দাম ধরা হতে পারে ২ হাজার পাউন্ড। এছাড়া থাকছে পাঁচটি বো-টাই।
বন্ডের ২৫টি সিনেমা থেকে শতাধিক বস্তু নিয়ে হবে নিলামটি। নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে ৪৫টি দাতব্য প্রতিষ্ঠানে। এর আগে এ ধরনের দাতব্য উদ্দেশ্যে করা নিলাম থেকে ৪৮ লাখ পাউন্ডের কাছাকাছি অর্থ উঠেছিল। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে নিলামে অংশগ্রহণ করা যাবে। এছাড়া শুধু আমন্ত্রিতদের নিয়ে সরাসরি একটি নিলাম হবে ২৮ সেপ্টেম্বর। সূত্র: ইয়ন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।