বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০০৬ সালের মার্চে টুইটার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি টুইটারে প্রথম টুইটটি করেছিলেন। ওই টুইটে তিনি লিখেছিলেন, ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার’। এখন ওই টুইটটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রথম টুইটটি ‘নন-ফিগারেবল টোকেন’ (এনএফটি) হিসেবে বিক্রি করতে চাইছেন ডরসি। শুক্রবার (০৫ মার্চ) এ সংক্রান্ত এক ওয়েবসাইটে অভিনব ডিজিটাল স্বাক্ষর শ্রেণীতে নিজের প্রথম টুইটটিকে শুক্রবার তালিকাভুক্ত করেন তিনি। তালিকাভুক্তির পর সেটির লিংক টুইট করেন টুইটার সহ-প্রতিষ্ঠাতা।
এর কয়েক মিনিটের মধ্যেই ওই টুইটের দাম উঠেছে ৮৮ হাজার ৮৮৮ ডলার ৮৮ সেন্ট। এখন পর্যন্ত সর্বোচ্চ বিট হয়েছে ১৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা)।
বার্তা সংস্থা রয়টার্স উল্লেখ জানায়, এর আগে ডিসেম্বরেও টুইটটি বিক্রির জন্য তোলা হয়েছিলো। তবে, শুক্রবারের ডরসির টুইটের পরই গোটা বিষয়টি বেশি মনোযোগ আকর্ষণ করে।
উল্লেখ্য, এনএফটি হচ্ছে এক ধরনের ডিজিটাল ফাইল যা ছবি, ভিডিও বা অন্য অনলাইন মিডিয়ার মালিকানা স্বত্বের ডিজিটাল স্বাক্ষর সনদ হিসেবে কাজ করে।
ডরসির ১৫ বছর পুরোনো টুইটটি টুইটারেরর সবচেয়ে খ্যাতনামা টুইটগুলোর একটি। নিলামে অংশগ্রহণকারীরা ডিজিটাল স্মৃতিচারণা হিসেবে অনেক দামে টুইটটি কিনতে পারেন বলে জানিয়েছে রয়টার্স।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.