স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের সহায়তা করতে নিজের প্রিয় দুটি স্মারক নিলামে তুলেছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস নিলেন তোলেন আকবর আলী। আর সেই স্মারক দুটি কিনে নিয়েছেন একজন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।
নিবকো স্পোর্টস ম্যানেজমেন্টের অনলাইন প্ল্যাটফর্ম পিকাবোয় ৫ দিন ধরে চলা নিলামে ২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয় আকবরের স্মারক দুটি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
এক বিজ্ঞপ্তিতে নিবকো জানায়, বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস ২০০০ (দুই হাজার) মার্কিন ডলার দিয়ে কিনেছেন আমেরিকান প্রবাসী বাঙালি মো. রিয়াজুল ইসলাম জুয়েল।
প্রসঙ্গত, একই প্ল্যাটফর্ম থেকে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাট ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ১৭ লাখ টাকা) দিয়ে কিনে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি আফ্রিদির সংগঠন ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।