কুমিল্লা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে নগরীর বিভিন্ন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভোর ছয়টার দিকে টমছম ব্রিজ এলাকায় ছাত্রলীগের একদল কর্মী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। পরে টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার জব্দ করে পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ তৎপর হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী বলেন, নগরীর বাইরে জেলার বিভিন্ন উপজেলাতেও অভিযান চালানো হয়েছে। সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, বাঙ্গুরা, দেবিদ্বার ও চান্দিনা থেকে একজন করে, নাঙ্গলকোট থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশ আরও সাতজনকে আটক করেছে। সব মিলিয়ে আটকের সংখ্যা ৪৪।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হবে।
রাজবাড়ীতে জেলা কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তার : রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার বিকেলে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নেতার নাম আবু বক্কর খান (৪৮)। তিনি বরাই ইউনিয়নের নবগ্রামের করম আলীর ছেলে। বর্তমানে তিনি জেলা কৃষক লীগের আহ্বায়ক।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষণাকৃত লকডাউন সফল করতে গত ১০ নভেম্বর রাতে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে একটি মিছিল বের করা হয়। বিষয়টি জানতে পেরে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ১৫/২০ জনকে আজ্ঞাত আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এই মামলায় তদন্তাধীন আসামি হিসেবে কৃষক লীগের নেতা আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কৃষক লীগ নেতা আবু বক্করকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



