জুমবাংলা ডেস্ক : মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজের ওপর হামলা হয়েছে। হামলায় তাকেসহ তিনজনকে গুরুতর আহত করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা দিপু। এ ঘটনার বদলা নিতে দিপুর বাসায় হামলা চালাতে গিয়ে এলাকাবাসীর ধাওয়ার শিকার হয় আজিজের অনুসারীরা। এ সময় তাদের ফেলে আসা ৩১টি মোটরসাইকেল ভাঙচুর করে এলাকাবাসী। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, শুক্রবার বিকেলে সিলেট ল কলেজের সামনে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুল হক আজিজের সঙ্গে ছাত্রলীগকর্মী অপুর বাগবিতণ্ডা হয়। এরপর দিপু লোকজন নিয়ে আজিজের ওপর হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র দিয়ে আজিজের মাথায় আঘাত করে।
এ সময় রক্তাক্ত অবস্থায় আজিজকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ১৮টি সেলাই লাগে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ছাত্রলীগ নেতা দিপু আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহার গ্রুপের অনুসারী। এ ঘটনার খবর পেয়ে যুবদল নেতা কয়েসসহ কয়েকজনের নেতৃত্বে প্রায় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেল নিয়ে মাছিমপুর গিয়ে দিপুর বাসায় হামলা চালায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
এ সময় এলাকাবাসী জড়ো হয়ে তাদের ঘিরে ফেললে তারা সেখানে ৩১টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী সব কটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এ খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নগরের উপশহর পয়েন্টে রোজভিউ হোটেলের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাদের শান্ত করতে সেখানে যান সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, শামীম আহমদসহ অন্য বিএনপি নেতারা। কয়েস লোদী যখন তাদের শান্ত করার চেষ্টা করছেন এ সময় সেনাবাহিনীর একটি দল সেখানে এলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।
পরে পুলিশ ও সেনাবাহিনী মিলে মাছিমপুরে ঘটনাস্থলে যায়। পরে ভাঙচুরের শিকার ৩১টি মোটরসাইকেল পিকআপে পুলিশ লাইনে পাঠায় সেনাবাহিনী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘পার্কিং করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।’ তিনি বলেন, ‘সন্ধ্যায় হামলার প্রথম ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজসহ তিনজন আহত হন। তিনি আহত হওয়ার পর তার গ্রুপ সংঘবদ্ধ হয়ে হামলা করে। পরে এলাকাবাসী জড়ো হয়ে তাদের প্রতিহত করেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।