
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সিটিটিসির (Counter Terrorism and Transnational Crime) একটি দল তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাঁধন রাজধানীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। এসব কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন বলে জানিয়েছে সিটিটিসি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ও তৎকালীন শিবির নেতা মো. নাজমুল বাশারকে রাতভর নির্যাতনের ঘটনায় বাঁধনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।
এ ছাড়া ২০১৯ সালে ডাকসু নির্বাচনের পর এসএম হল সংসদের প্রার্থী মো. ফরিদ হাসানকে মারধরের অভিযোগও ওঠে বাঁধনের অনুসারীদের বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



