আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে খাদ্য সংকটের জন্য নিজের দায় সরাসরি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মিশর সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রোববার কায়রোয় এক বক্তব্যে বলেছেন, পশ্চিমারা এ বাস্তবতা সম্পূর্ণ উপেক্ষা করার চেষ্টা করছে যে, রাশিয়ার ওপর তাদের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই বিশ্বে খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে। খবর পার্সটুডে’র।
তিনি সারাবিশ্বের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালানোর জন্য পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং এর জের ধরে মস্কোর ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞার কারণে আরব দেশগুলোর পাশাপাশি আফ্রিকার দেশগুলো খাদ্যশস্যের তীব্র ঘাটতির সম্মুখীন হয়েছে। কায়রো সফরের পর ল্যাভরভ আফ্রিকার আরো তিনটি দেশ সফরে যাবেন বলে কথা রয়েছে।
মিশর সফরে ল্যাভরভ আরো বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা থেকে একটি উপসংহারেই পৌঁছা যায় আর তা হলো- “ইউক্রেন কোনো বিষয় নয় বরং বিশ্বব্যবস্থার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটিই এখন আসল ব্যাপার।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমারা সবাইকে ‘আইনের ভিত্তিতে’ একটি বিশ্ব ব্যবস্থার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানাচ্ছে; কিন্তু তারা মুখে যেটি বলছে না সেটা হচ্ছে, তাদের কথিত ওই আইন লেখা হবে পশ্চিমাদের স্বার্থ শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে।ল্যাভরভ বলেন, সুস্থ মস্তিষ্কসম্পন্ন কোনো স্বাধীনচেতা দেশ পশ্চিমাদের এ ফন্দি মেনে নিতে পারে না।
রাশিয়ার সঙ্গে মিশরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য ও সমরাস্ত্র আমদানি করত মিশর। এছাড়া, রাশিয়া থেকে মিশর ভ্রমণে আসত হাজার হাজার রুশ পর্যটক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।